ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ | আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:৪১
রাজধানীর মিরপুরের পল্লবীতে শুটিং স্পটে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা গত দুই দিনের মতো এখনো অপরিবর্তিত। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তে প্লাজমা কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেয়া হচ্ছে।
হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। শারীরিক অবস্থা বুঝে এই অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, তার অবস্থা আজও একই রকম রয়েছে। তেমন পরিবর্তন হয়নি। আমরা তাকে নিয়মিত দেখভাল করছি। সেরে উঠতে একটু সময় লাগবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে তিনি ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তাকে আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না।
শনিবার (২৮ জানুয়ারি) মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তিন দিন ধরে তার চিকিৎসা চলছে।