ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৯:০২ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯:০২
নাটকের অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে সিনেমায় অভিনয় করেও প্রসংসিত হয়েছেন। করোনাকালেও অভিনয়ে ব্যস্ত এ অভিনেত্রী। তার অভিনীত একটি সিনেমা অস্কার পুরস্কারের বাছাই কমিটিতে স্থান পেয়েছে। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** শুটিংই নিয়েই ব্যস্ত আছি। বরিশালে ‘সোনার মানুষ’ নামে একটি টেলিফিল্মের শুটিং করছি। এটি পরিচালনা করছেন সুব্রত সরকার। তিন দিন এখানে শুটিং হবে। বরিশালে আসার কারণ হলো এটির নির্মাতা সুব্রত এবং কেন্দ্রীয় অভিনেতা মীর সাব্বিরের বাড়ি বরিশালে। তাই তারা এ এলাকায় শুটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
* এখন কি তাহলে নাটকেই বেশি অভিনয় করছেন?
** হ্যাঁ। কারণ সিনেমায় নিয়মিত কাজ করি না। তাই নাটকে বেশি মনোযোগ দিয়ে অভিনয় করি। তবে কিছু মানসম্মত সিনেমায় মাঝে মধ্যেই অভিনয় করা হয়। তবে একখণ্ডের নাটকের পাশাপাশি নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছি।
* সম্প্রতি আপনার অভিনীত ‘ছিটমহল’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
** আসলে এটি বাণিজ্যিক কোনো সিনেমা নয়। বিষয়ভিত্তিক গল্প নিয়ে এটি নির্মিত হয়েছিল অর্ধযুগ আগে। তবে এ ধরনের সিনেমারও আলাদা আগ্রহ আছে দর্শকের। সে জায়গা থেকে এটি সফল একটি সিনেমা।
* আপনার অভিনীত ‘গোর’ নামের একটি সিনেমা অস্কারের বাছাই কমিটিতে স্থান পেয়েছে। এটি নিয়ে আশাবাদ কী?
** আমার ক্যারিয়ারের সেরা সিনেমা এটি। এতে অভিনয়ের জন্য নিয়মিত শুভেচ্ছা ও প্রশংসা পাচ্ছি। সরকারি অনুদানপ্রাপ্ত হলেও এটি পুরোপুরি ব্যতিক্রমধর্মী একটি সিনেমা। আমার বিশ্বাস, সিনেমাটি ইতিহাস সৃষ্টি করবে।
* অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়েছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
** এটি আমার প্রথম নির্বাচন। কার্য নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সহকর্মীদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি জয়ী হতে পারব।