ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯
সালাহউদ্দিন লাভলু এখন নির্মাণের চেয়ে অভিনয়ে বেশি সময় দেন। তার নির্মিত ‘ষন্ডা পান্ডা’ নামে একটি ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার চলছে। সম্প্রতি ঈদের নাটকের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* আপনার নির্মিত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?
** চলতি মাসেই ‘ষন্ডা পান্ডা’ নামে একটি ধারাবাহিক নাটক চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে। বেশ ভালোই সাড়া পাচ্ছি। আশা করি সামনের পর্বগুলোও দর্শকদের মনোরঞ্জন করতে পারবে।
* আপনার অভিনীত নতুন সিনেমার খবর কী?
** ‘পাতালঘর’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এ সিনেমাতে আমার চরিত্রটি জটিল ধরনের! চরিত্রটি আমার ভিষণ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও পছন্দ হবে।
* নাটক নির্মাণের খবর আছে?
** নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করব। এ নিয়ে প্রস্তুতি নিচ্ছি। ওটিটিতেও কাজ করার কথা চলছে। পাশাপাশি অভিনয়ও চলছে। আগামী ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সেগুলোর জন্যও প্রস্তুতি নিচ্ছি।
* আপনার কাছে নাটক হিট-এর মানে কী?
** ‘নাটক হিট’ এ বিষয়টি আমাকে টানে না। আমি সব সময় চেষ্টা করেছি মানুষের কথা বলতে। আমার নির্মিত কাজগুলো দর্শক পছন্দ করেছে। সবই যে পছন্দ করেছে এমনটা নয়। কাজ পছন্দ মানেই হিট, বিষয়টি এমন নয়। সবার চেষ্টা থাকা উচিত-ভালো কিছু নির্মাণ করব। মানুষকে ভালো কিছু দিব। যাতে মানুষ সব সময় মনে রাখে। তাৎক্ষণিক একটি নাটকে প্রচুর ভিউ-এর মানে এটি হিট। এ প্রথা থেকে বের হয়ে আসতে হবে।