ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১২:১৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:১৪
ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখান থেকে দেশে ফিরেছেন ৮ জানুয়ারি। কিছুদিন বিশ্রাম নিয়ে এরইমধ্যে ভারতের কলকাতায় গিয়েছেন নতুন সিনেমার শুটিং করতে। সেখানে গতকাল থেকে তিনি নায়ক জিতের প্রযোজনায় ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সিনেমার নায়কও জিৎ।
পরিচালনা করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, “কয়েক বছর বিরতি শেষে আবারও জিৎ দা’র সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত।
এবারের লটেই আমার শুটিং শেষ হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য আবারও কলকাতায় যেতে হবে।’