ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৪
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার পাঁচ দিনের ঢাকা সফরে এসেছেন তিনি।
সোমবার গণমাধ্যমে কথা বলেছেন শ্রীলেখা। জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত।
শ্রীলেখা জানান, তিনি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে৷
তিনি বলেন, পরিচালকের নাম ও ছবির নাম বলতে পারছি না এ মুহূর্তে। তবে এ ছবিতে এ দেশের দুই জনপ্রিয় অভিনেতা থাকবেন। তারা ফেরদৌস ও মোশাররফ করিম।
শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।
এদিকে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা মিত্র অভিনীত ‘এবং ছাদ’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে।