ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯
পাঁচ বছর পর কেন্দ্রীয় চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবে ভক্তদের আগ্রহের পারদ বেশ চড়া। চলচ্চিত্র বিশ্লেষকরাও রাখছেন বিশেষ নজর, পিছিয়ে নেই বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরাও।
১৩ জানুয়ারি বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে পাঠান সিনেমা এবং শাহরুখ খানকে নিয়ে কথা বলেছেন বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, ‘পাঠান থেকে আমার প্রত্যাশা অনেক। প্রায় পাঁচ বছর পর শাহরুখ খান বড় পর্দায় ফিরছেন। ২০১৮ সালের ডিসেম্বরে তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা জিরো মুক্তি পেয়েছিল।
মাঝের বছরগুলোয় কয়েকটি ক্যামিও চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তবে পাঠান তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আমি মনে করি, টিকিট কাউন্টারে চমৎকার সূচনা করতে যাচ্ছে সিনেমাটি। এর সঙ্গে যোগ হচ্ছে সাপ্তাহিক ছুটি। ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, তারপর আছে রবিবার। শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও সালমান খানও সিনেমাটিতে আছেন।
এখন সিনেমাটি প্রদর্শিত হওয়ার পালা। একে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে আপনি এর গানগুলো পছন্দ করুন বা না করুন, এর ট্রেলার ভালো লাগুক বা না লাগুক, টিজার বা পোস্টার আপনার মনমতো হোক বা না হোক কিছু আসে যায় না। সাধারণ মানুষ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’