ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৭
জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নিয়মিত টেলিভিশন ও স্টেজ শোতে অংশগ্রহণ করছেন। নিজের নতুন গান তৈরির পাশাপাশি সিনেমার সংগীত পরিচালনাও করছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তর আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** কয়েকটি নতুন গানের কাজ চলছে। তবে স্টেজ শো বেশি হচ্ছে। প্রতি বছরের ডিসেম্বর থেকে মার্চ-এ সময়টাতে শো তুলনামূলক বেশিই হয়। দেশের বাইরে থেকেও সম্প্রতি কয়েকটি শো করে এসেছি। এ মাস থেকে টানা শো করব।
* সিনেমার গান নিয়েও আপনার ব্যস্ততার কথা শুনেছি…
** হ্যাঁ-‘লিডার : আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমার গানের সংগীতায়োজন করেছি। অন্যদিকে ‘বীরকন্যা প্রীতিলতা’ নামে আরেকটি সিনেমার সংগীতায়োজনও করেছি। সিনেমা দুটিতে আমার গাওয়া গানও থাকছে। খুব যত্ন নিয়ে কাজগুলো করেছি। সামনে নতুন কয়েকটি সিনেমার গানে কাজ করার কথা চলছে। চূড়ান্ত হলে জানতে পারবেন।
* দলছুটের একটি অ্যালবাম প্রকাশ করার কথা ছিল। কতদূর এগিয়েছেন?
** ‘সঞ্জীব’ নামে একটি অ্যালবামের কাজ করা আছে। সব কিছু প্রস্তুত, শুধু প্রকাশ করা বাকি বলা যায়। এর মধ্যে এ অ্যালবামের কয়েকটি গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। যেগুলোতে দর্শক সাড়াও পেয়েছি। সামনে এ অ্যালবামের আরও গান আসবে। এখন তো সিঙ্গেল গানই বেশি প্রকাশ করা হয়। সঙ্গে একটি সুন্দর ভিডিও থাকে। আমারও চেষ্টা থাকে সেভাবে প্রকাশ করতে।
* গান এখন অলাইনে চলে গেছে। সে জন্যই মানুষ গান হয়তো দেখছে। মানুষের মুখে এখন গান খুব কমই শোনা যায়। বিষয়টি লক্ষ্য করেছেন?
** তা ঠিক, এখন মানুষের মুখে মুখে গান শোনা যায় না। পাড়া মহল্লাতেও বেজে ওঠে না। এটি অনেকটা কষ্টের বিষয়। কিছু করারও নেই। অনলাইন ছাড়া গান আর কোথায় বা প্রকাশ করা যাবে। সে জন্যই হয়তো গানের বর্তমান অবস্থা নিয়ে কেউ কেউ মন খারাপ করছেন। মাঝে মাঝে আমার মন খারাপ হয় না তা কিন্তু নয়। তবে আমি ভীষণ আশাবাদী একজন মানুষ। সব ঠিক হয়ে যাবে। ভালো ভালো গান হচ্ছেও। এটি আমাদের জন্য আশা জাগানিয়া।
* বর্তমান মিউজিক ভিডিওর মান নিয়েও অভিযোগ আছে। এ বিষয়ে আপনার অভিমত কী?
** এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হয়। আমি বা আমরাও তার বাইরে নই। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত, গান ও গানের ভিডিও যেন মানসম্মত হয়। এখন সব মিউজিক ভিডিও যে মানসম্মত হচ্ছে তা কিন্তু নয়। আর ভিডিও তো পরের কথা, আগে তো অডিও গান ভালো হতে হবে। মিউজিক ভিডিও যেমনই হোক না কেন এখনো অনেক মানুষ অডিওটাই শুনেন। তাই অডিওর প্রতি বেশি মনোযোগ দিতে হবে। তারপর ভিডিও।