ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ১২:১১ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:১১
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। ব্যতিক্রমী গান ও সুর দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন।
মিষ্টি গান গেয়ে মাইলফলক অর্জন করেছেন এই শিল্পী। এ শিল্পীর কণ্ঠের ইউটিউবে প্রকাশিত ৫০টি গান, প্রত্যেকটি ১ কোটি ভিউ পার করেছে। এটি বাংলাদেশি কোনো শিল্পীর প্রথম অর্জন।
ইমরান ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত কাজ করছেন। এক সময় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসাবেও কাজ শুরু করেন।
সময়ের বিবর্তনে অ্যালবামের ফরম্যাট থেকে বের হয়ে গান ইউটিউব প্ল্যাটফরমে প্রবেশ করে। গান প্রকাশের ধরনে পরিবর্তন এলেও ইমরান কাজ করে যান নিয়মিত। বিভিন্ন প্রচার মাধ্যমে তার গাওয়া গান প্রকাশ হয়। যার ফলে এ সংগীতশিল্পীর গাওয়া ৫০টি গান কোটি ভিউয়ার্সের মাইলফলক স্পর্শ করে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসলে ভিউস কখনোই একটি গানের সবকিছু হতে পারে না। তারপরও প্রজন্মের নতুন এ ধারাকে জয় করতে পারা আমার জন্য আনন্দের। আশা করি ভবিষ্যতেও দর্শক শ্রোতাদের কাছ থেকে এমন ভালোবাসা পাব, যা আমাকে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রেরণা জোগাবে। তবে এ অর্জন আমার একার নয়। প্রকাশিত গানগুলোর সংশ্লিষ্ট সম্মানিত সব গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও নির্মাতা, প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান, সর্বোপরি আমার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী-সবারই অর্জন এটি।’