
| ছবি: সংগৃহীত
ইউনিভার্স বাংলা অনলাইন ডেস্ক প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১৩:৫৯ | আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৩:৫৯
নাট্যাঙ্গনের সিনিয়র অভিনেতা মাসুদ আলী খান। ৯৪ বছরে পা দেওয়া এ অভিনেতার সময় কাটে এখন হুইল চেয়ারে বসে। রাজধানীর গ্রিন রোডে নিজ বাসাতেই থাকেন তিনি। ইচ্ছা করে অভিনয় করতে। যদি হুইল চেয়ারে বসে অভিনয় করার তেমন সুযোগ থাকত, তবেই হয়তো তিনি সেটাই করতেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দীর্ঘদিনের কর্মস্থলের অনেককেই দেখতে ইচ্ছা করে, তাদের সঙ্গে গল্প করতে ইচ্ছা করে। কিন্তু আমি চাইলেই তো আর হবে না। যাদের দেখতে ইচ্ছা করে তাদেরও তো সময় থাকতে হবে।’
তার খুব ইচ্ছা হয়েছিল অভিনেত্রী দিলারা জামান, তানভীন সুইটি ও অপি করিমকে দেখার। কারণ এ তিনজনই তার নিয়মিত খোঁজখবর রাখেন। সম্প্রতি সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাসুদ আলী খানের বাসায় গিয়ে উপস্থিত হন এ তিন অভিনেত্রী। তাদের একসঙ্গে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন মাসুদ আলী খান। মেতে ওঠেন খোশগল্পে।
দীর্ঘদিনের সহকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর দিলারা, সুইটি ও অপিকে দেখে কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়। বারবারই মনে হচ্ছিল ঈদের আনন্দের মতো সময় কাটাচ্ছি আমি। অপিকে ধন্যবাদ এ উদ্যোগের জন্য। শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমার সঙ্গে গল্প করতে এসেছিল। সবার ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম।’
দিলারা জামান বলেন, ‘মাসুদ ভাই আমাদের পরম শ্রদ্ধার মানুষ। সময় সুযোগ পেলে আবার তার কাছে যাব।’ সুইটি বলেন, ‘এমন কিংবদন্তি শিল্পীর সান্নিধ্যে বারবার সময় কাটাতে ইচ্ছা করে। তাকে সময় দিতে পেরে আমি, আমরা গর্বিত।’ অপি করিম বলেন, ‘আমি তো তাকে বাবা বলেই ডাকি। প্রায়ই তার খোঁজখবরও রাখি। অনেকদিন পর বাবাকে দেখে, তার সঙ্গে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগল।’