অনলাইন ডেস্ক : প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭
| ২০২৩ শেষের পথে। কড়া নাড়ছে নতুন বছর। এমন সময়ে আমরা মেতে উঠি নানা ধরনের হিসেব নিকেশে। বছরটা কেমন গেল? কি ছিল এ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি।
শোবিজ ইন্ডাস্ট্রিতেও সালতামামি ইস্যুটি বহু পুরনো। সারা বিশ্বের বিনোদন জগতের হাল হকিকত এক নজরে দেখার সুযোগ পাওয়া যায় এ সময়।এই যেমন, ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে গৌরবের সঙ্গে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যার হিন্দি অভিষেক হয়েছে গত ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। আর বলিউডে অভিষেকেই বাজিমাত করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
‘কড়ক সিং’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তবে জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।