অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩
সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল এক দিন পিছিয়েছে বিএনপি। জানা গেছে, কাতারের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে শোক পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির পূর্বনির্ধারিত সোমবারের হরতাল পালিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)।
আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়- ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার এর পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’
গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন। রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
এর আগে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওই দিন হরতালের ঘোষণা দেন।একই কর্মসূচির ডাক দেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
এর আগে একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।