অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯
অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুর নেয়া হবে তাকে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে খল-অভিনেতার অসুস্থতার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
এ নায়ক বলেন, অভিনেতা ডিপজল ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর যাবেন তিনি। তার জন্য সবাই দোয়া করবেন।
এদিকে নিজের অসুস্থতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন অভিনেতা ডিপজল। তিনি লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে আসছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা সওদাগর ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
প্রসঙ্গত, ডিপজল সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন। পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই অভিনয় করেছেন তিনি।