অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে আমরা ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে ধানমন্ডি এলাকা থেকে আমাদের দুটি ইউনিট গিয়ে ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপির ডাকা ১১তম দফা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে দুপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।