অনলাইন ডেস্ক : প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫২
সৌদি প্রো লিগে ভালো অবস্থানে আছে আল-নাসের। দলটি এবার পৌঁছে গেল কিং কাপের সেমিফাইনালে। আল-শাবাবের বিপক্ষে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুখোমুখি হয় আল-নাসের।
রোনালদো মানেদের গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে দুর্দান্ত জয় পায় দলটি।
আল-শাবাব ক্লাব স্টেডিয়ামে শুরু থেকেই ফেভারিট ছিল আল-নাসের। ম্যাচের ১৭ মিনিটে সেকো ফোফানার গোলে এগিয়ে যায় দলটি। ২৪ মিনিটে শাবাবের পক্ষে গোল করে দলকে সমতায় ফেরান কার্লোস। চার মিনিট পর সাদিও মানে গোল করলে লিড নেয় নাসের। প্রথমার্ধ্বের যোগ করা চতুর্থ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন রহমান ঘারিব। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসের।
বিরতি থেকে ফিরে আরও শানিত আক্রমণ করে আল-নাসের। পাসিং, পজিশনিং নিয়ে দখল নেয় মধ্যমাঠের। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেনের গোলে ৪-১ এ এগিয়ে যায় নাসের। জয় অনেকটাই নিশ্চিত হয়। ৯০ মিনিটে হাত্তান বাহেব্রির গোলে ব্যবধান কমায় শাবাব। তবে, নির্ধারিত সময়ের যোগ করা ষষ্ঠ মিনিটে মোহাম্মদ মারানের গোলে ৫-২ গোলের জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রোনালদো। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। ইতোমধ্যে ২১ ম্যাচে এটি তার ২০তম গোল।